মনিরুল হক, কোচবিহারঃ
তৃনমূলের বিদায়ী প্রধানের বাড়িতে গুলি ও বোম ছোঁড়ার অভিযোগ এক দল দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দুটো ত্রিশ মিনিট নাগাদ দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীর হাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুটি এলাকায়। ওই বিদায়ী প্রধানের নাম পূর্ণ চন্দ্র বর্মণ। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ওই ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে পুলিশ দুটি গুলি ও গুলির খোল, দুটি বোম উদ্ধার করে রাতেই তা নিষ্ক্রিয় করা হয় বলে জানা যায়। ওই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় সাহেবগঞ্জ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, রবিবার রাত দুটো ত্রিশ মিনিট নাগাদ দুটি বাইকে জনা পাঁচেক দুষ্কৃতি বিদায়ী প্রধান পূর্ণ চন্দ্র বর্মণের বাড়িতে এসে বোমা ও দু রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ।
চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান পূর্ণ চন্দ্র বর্মণ বলেন, রবিবার রাত ২ টা ৩০ মিনিট নাগাদ একদল দুষ্কৃতি আসে দুটি বাইকে করে।
তারা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির গেটে ও ভিতরে দুটি বোম ও দু রাউন্ড গুলি ছোঁড়ে। যদিও সেই রকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ওই দুষ্কৃতিরা তাদের কাউকে চিহ্নিত করতে পারি নি। আমি সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
এবিষয় নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “আজকে আমি ঘটনাটা শুনেছি। পুলিশ প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। আমি প্রশাসনকে বলে দিয়েছি ভালোভাবে যাতে তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়।”
সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা বলেন, “ আমরা ওই ঘটনার খবর পেয়েছি। রাতেই ঘটনাস্থলে গিয়েছি। আমরা ওই ঘটনার তদন্ত শুরু করেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584