নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনাঃ
পঞ্চায়েত নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়৷ চললো গুলি, সঙ্গে বোমাবাজি। মৃত্যু হল এক জনের।
জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি সমর্থিত নির্দল প্রার্থীদের হোয়াটস্যাপ নমিনেশনকে স্বীকৃতি দিয়ে হাইকোর্টের যে রায়, তার বিরুদ্ধে আজ ডিভিশন বেঞ্চে অ্যাপিল করা হয়। সেই মামলা বিচারপতি খারিজ করে দেন।
অভিযোগ আজ হাইকোর্টে মামলা খারিজ হওয়ার পর, প্রতিহিংসায় মত্ত হয়ে আরাবুল বাহিনী নাকি কমিটি সমর্থিত গাজীপুরের নির্দল প্রার্থী এন্তাজুল খানের বাড়িতে বোমা মারে ও হামলা চালায়। উল্লেখ্য, এন্তাজুল খান পাওয়ারগ্রিড বিরোধী আন্দোলনে নিহত মফিজুল খানের ভাই।
কিন্তু বিকেল পরিস্থিতি আরও জটিল হয় যখন বিকেল ৪.৩০টে নাগাদ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মিছিলের ওপর সশস্ত্র হামলা হয়। আরাবুল বাহিনীই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায়,গুলিবিদ্ধ হয় মাছিভাঙার হাফিজুল মোল্লা। মাথায় গুলি লাগে তার; শেষ পর্যন্ত মৃত্যু হয়।
এদিকে নবান্ন সূত্রে খবর, সঙ্গী-সহ আরাবুলকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এবং
আরাবুল যাতে এলাকা ছেড়ে পালাতে না পারেন, সেজন্য ভাঙড়কে ঘিরে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
অপরপক্ষে,এই ঘটনার প্রতিবাদে আগামীকাল কোলকাতায় ভাঙড় আন্দোলন সংহতি কমিটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584