স্কুলের সামনে বোমা বর্ষণ, বাইক বাহিনীর দৌরাত্ম্যে আতঙ্ক

0
39

মনিরুল হক, কোচবিহারঃ

জয় শ্রী রাম ধ্বনি দিয়ে এসে ভরদুপুরে ক্ষুদে পড়ুয়াদের পরীক্ষা চলাকালীন এক প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুড়ি-মুড়কির মতো পড়লো গুলি ও বোমা ছোঁড়ার অভিযোগ উঠল একদল বাইক বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল কোচবিহার ২ নং ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইশগুড়ি গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় স্কুলে পরীক্ষা দিতে আসা ক্ষুদে পড়ুয়াদের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে তেমনই সংলগ্ন এলাকায় থাকা অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।

উত্তেজনা। নিজস্ব চিত্র

অভিযুক্তরা পালিয়ে যাওয়ার পর বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একটি তাজা বোমা ও দুই রাউন্ড বন্দুকের গুলির খোল উদ্ধার করে।

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা এক ছাত্রের অভিভাবক সীমন মণ্ডল বলেন, “আমরা কয়েকজন স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় নিউ কোচবিহারের দিক থেকে ১০/১২ টা মোটরসাইকেল নিয়ে একদল যুবক জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে আসছিল। স্কুলের সামনে এসেই আমাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে আমরা পালিয়ে যাই।”

র‍্যাফ। নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “বিজেপি সব সময় বোমা বন্দুক নিয়ে দখলদারির রাজত্ব করে আসছে। নিউ কোচবিহারেও সেটাই করতে গিয়ে একটা স্কুলের সামনে গুলি ও বোমা ছুঁড়েছে। কিন্তু আমরা মানুষকে সাথে নিয়ে বিজেপির বোমা বন্দুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। পাশাপাশি পুলিশ কে বলবো অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।”

নিষ্ক্রিয়করণ। নিজস্ব চিত্র

অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, “গতকাল উপ নির্বাচনে জয়ের পর থেকে বিভিন্ন জায়গায় দখলদারির রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। নিউ কোচবিহারেরও আরসিএলের দখল করার চেষ্টা করেছে। আমাদের ধারনা তৃণমূলীরাই জয় শ্রী রাম ধ্বনি দিয়ে ওই গুলি বোমা ছুঁড়েছে। যাতে এলাকায় বিজেপি সম্পর্কে মানুষের ভুল ধারনার সৃষ্টি হয়।”

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক সংঘর্ষে আইনের শাসন কার্যত তলানিতে ঠেকেছে কোচবিহার জেলায়। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ ভূমিকা নিয়েছে নীরব দর্শকের। এলাকা দখলের লড়াইয়ে প্রায় প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত। এদিনের এই ঘটনা তারই আরেকটি নগ্নরূপ বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here