নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হোসেনপুরে এক যুবকের ব্যাগ থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায় ৷ জানা গিয়েছে ওই যুবকের জামার মধ্যে বিজেপির স্টিকার লাগানো ব্যাচ পরা ছিল বলে স্থানীয়দের দাবি।
রবিবার ওই যুবককে হোসেনপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে গ্রামবাসীরা পরিচয় জানতে চায় । সদুত্তর না দিলে ঘিরে ধরে গ্রামবাসীরা ।পরে তার কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ চেক করে দেখা যায় ব্যাগটির মধ্যে দুটো তাজা বোমা রয়েছে ।
তৎক্ষণাৎ উত্তপ্ত হয় নন্দীগ্রামের হোসেনপুর এলাকা , খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃ কেশপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সমীরণ গিরি, আরও জানা যায় ওই যুবকের বাড়ি সাউদখালীতে, তবে কি উদ্দেশ্যে বোমা নিয়ে ওই সন্দেহভাজন ব্যক্তি হোসেনপুর এলাকায় ঢুকে ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ ৷
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ,আহত ৪
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা, বিজেপির অভিযোগ সমগ্র ঘটনাই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ৷ অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকাকে অশান্ত করতেই বিজেপির এই কার্যক্রম ৷ তবে এই ঘটনায় সমগ্র এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584