ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ চলার সময়ও যদি তাকে নিয়ে পুলিশি তদন্ত শেষ না হয়, তবে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস বাদ যাবেন দল থেকে।
২৫ সেপ্টেম্বর ব্রিস্টলের এক ক্লাবের কাছে হাতাহাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের এই সহ-অধিনায়ক। পরে জামিনে মুক্তি পেলেও অনির্দিষ্টকালের জন্য দল থেকে বাদ পড়েন ২৬ বছর বয়সী স্টোকস।
তবে অ্যাশেজের জন্য ইংল্যান্ডের দল নির্বাচন আগেই হয়ে যাওয়ায় এই সিরিজে খেলার কথা ছিলো স্টোকস-এর।এখন শোনা যাচ্ছে ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য অ্যাশেজের সময়েও যদি তদন্ত চলতে থাকে, তবে দলের সাথে যোগ দিতে পারবেন না স্টোকস।
বিবিসি সূত্রে জানা যাচ্ছে , পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ দায়ের না হলে অ্যাশেজে খেলার ক্ষীণ একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে স্টোকসের।
২৫ সেপ্টেম্বর এমবার্গো ক্লাবের কাছে রাত্রিবেলায় হাতাহাতির ঘটনায় ২৭ বছর বয়সী এক লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখে আঘাত লাগার কারণে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আহত লোকটির আঘাতকারী হিসেবে স্টোকসের নামই উঠে আসে।
ঘটনার দুই দিন পরে সিসিটিভি ফুটেজটি প্রকাশ পেলে স্টোকস ও অ্যলেক্স হেলসকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করে ইসিবি।
সূত্র: বিবিসি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584