কোচবিহারে বোমা উদ্ধার

0
46

মনিরুল হক, কোচবিহারঃ

দুটি পৃথক স্থানে ৪ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে ওই দুটি স্থান থেকে তাজা বোমা গুলি উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ।

Bombs recovered from Cooch Behar
নিষ্ক্রিয়করণ। নিজস্ব চিত্র

জানা গেছে, শনিবার তুফানগঞ্জ শহর সংলগ্ন দক্ষিণ বিলসি গ্রাম এলাকায় একটি রাস্তার ধারে বাঁশ ঝোপের পাশে একটি জঙ্গলে প্লাস্টিকের মধ্যে তিনটি তাজা বোমাকে দেখতে পায় গ্রামের ছোটছোট শিশুরা। তারা প্লাস্টিকের ব্যাগটি নিয়ে ঘুরতে থাকলে কয়েকজনের দেখে তা সন্দেহ হয়। প্লাস্টিকের ব্যাগ খুলে ওই তিনটি বোমা দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। পুলিশ গিয়ে তিনটি বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Bombs recovered from Cooch Behar
উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

অপরদিকে মাথাভাঙ্গা ১নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার নয়ারহাট বাজারে একটি বোমা উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। জানা গেছে, নয়ারহাট বাজার এলাকায় একটি পুয়ালের পুঁজির সামনে বোমা দেখতে পায় স্থানীয়রা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে মাথাভাঙ্গা নিয়ে যায়। এ নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।

এবিষয়ে বিজেপি নেতা আশুতোষ সরকার বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে নয়ারহাট বাজারকে অশান্ত করার জন্য এই সমস্ত বোমাবাজির কাজ করছে।

অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আলিজা রহমান বলেন, এটা বিজেপির কাজ। তিনি আরো বলেন গত ২৩ শে মে এর পর থেকে বিজেপি নার হাটবাজারে লাগাতার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে বলে আমাদের আশা। ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here