মনিরুল হক, কোচবিহারঃ
দোকানের পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের বামনের বাসা এলাকায়।
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে তাঁরা এসে বোমাগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ওই এলাকায় স্থানীয় এই ব্যবসায়ীর দোকানের পাশে একটি কলা বাগানে ব্যাগ থেকে ৩টি তাজা বোমা পরে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
এদিকে প্রতিনিয়িত বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পরতেই সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে যদি এভাবে মুড়ি মুড়কির মতো বোমা পাওয়া যায় তাহলে তা সত্যিই আতঙ্কের। তবে কি কারনে বোমা গুলি ওই স্থানে ফেলে রাখা হয়েছিল তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584