হৃদয়পুরে ট্রেন লাইনে বোমা উদ্ধার, ছড়িয়েছে আতঙ্ক

0
34

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

সংশোধিত নাগরিকত্ব আইন-সহ একাধিক ইস্যুতে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস-সহ একাধিক শ্রমিক সংগঠন। এই একাধিক শ্রমিক সংগঠনের ডাকা বনধ যেভাবেই হোক সকল করতে মরিয়া বাম কর্মীসমর্থকরা। সকাল থেকেই বনধে তেমন সাড়া না পাওয়া গেলেও রাজ্যের বিভিন্ন জায়গায় জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করছে বাম কর্মীরা। এমনকী, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, অবরোধ করা, বাস ভাঙচুর করা, মোটামুটি ভাবে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করছে।

ছবিঃ এএনআই

উত্তর ২৪ পরগনার হৃদয়পুর স্টেশনের কাছে রেললাইনের উপর উপর তিনটি তাজা বোমা রাখা হয়। স্থানীয় বাসিন্দারাই রেললাইনের উপরে থাকা ওই বোমাগুলি দেখতে পান। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এছাড়াও ধর্মঘটের সকালে বোমাতঙ্ক ছড়িয়েছে বারাসতের হেলাবটতলা এলাকাতেও। হেলাবটতলা কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি কৌটোর মধ্যে বোমা দেখতে পান স্থানীয়রা।

উদ্ধার হওয়া বোমা। ছবিঃ এএনআই

তবে এই ধর্মঘটের পুরোপুরি বিরোধিতা করেছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের ছুটি বাতিল নবান্নের। কাজে যোগ না দিলে বেতন মিলবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here