ভোট মরসুমেও জমজমাট নবদ্বীপ বইমেলা

0
214

শ্যামল রায়,নবদ্বীপঃ

Book fair at nabadwip
নিজস্ব চিত্র

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষ ও বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সদ্যপ্রয়াত রমাপদ চৌধুরী স্মরণে রেখে নবদ্বীপ বইমেলা কমিটি আয়োজিত উনবিংশ বর্ষ বইমেলা শুরু হয়েছে।
নবদ্বীপ শহরের মিলন সংঘের মাঠে।

Book fair at nabadwip
নিজস্ব চিত্র

বইমেলা উপলক্ষে সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত আবৃতি সমবেত নৃত্য পরিবেশিত হয়।রবিবার বইমেলা আয়োজিত কবি সম্মেলনে সভাপতিত্ব করেন কবি তারকেশ্বর চট্টরাজ। স্বাগত ভাষণ দেন বইমেলা কমিটির সভাপতি প্রবীর বসু প্রমুখ।কবি সম্মেলনে শতাধিক কবি কবিতা পাঠ করেন।

আরও পড়ুনঃ সাগরদীঘি বইমেলায় রক্তদান শিবিরের আয়োজন

উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন শ্যামল রায়, অশোক দত্ত, পল্লবী চট্টোপাধ্যায়, উদয়চাঁদ কুন্ডু, অলোক দত্ত, সূর্যকান্ত দেবনাথ, তমা সরকার, তপন মন্ডল, অলকেশ ঘোষ, তপতী নন্দী, শিখা চৌধুরী, রঞ্জিত গোস্বামী, গৌতম ঘোষ, রাধারাণী গোস্বামী, গৌর দাস মহন্ত, স্মৃতি কণা রায়, বাবলি সাহা, রাজীব সাহা, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ।এখানে তারকেশ্বর চট্টরাজের কয়েকটি বই প্রকাশিত হয়।

Book fair at nabadwip
নিজস্ব চিত্র

এদিন সংগীত পরিবেশন করেন প্রিয়া সাগরাই সায়ন্তনী মন্ডল বিমল সাহা তানিয়া ভট্টাচার্য এবং আবৃত্তি পরিবেশন করেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় সমবেত নৃত্য পরিবেশন করে শ্রীভূমি নটরাজ নৃত্যকলা কেন্দ্র। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রীতিময় সাহা রমা দেবনাথ।

Book fair at nabadwip
নিজস্ব চিত্র

আগামীকাল বইমেলার সমাপ্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী এবং প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বইমেলা কমিটির তরফ থেকে।এই বই মেলায় নামিদামি মোট চল্লিশটি প্রকাশকনা সংস্থা অংশগ্রহণ করেছে তাদের বইয়ের সম্ভার নিয়ে।প্রতিদিন ভালো সংখ্যক দর্শক বই মেলায় আসছে এবং বই কিনছে বলে বই মেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here