তমলুকে বইমেলার সূচনা

0
103

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কম্পিউটারের যুগেও বইয়ের গুরুত্ব অপরিসীম। কম্পিউটারে কাজ করার পরেও হার্ডকপি রাখতে বলা হয়। তারমানে সফটওয়্যার বিশ্বকে এক জায়গায় এনে দিলেও বইয়ের গুরুত্ব এতটুকু কমেনি। বই সমৃদ্ধ করে, মনকে খোরাক দেয়। তাই বইমেলার গুরুত্ব আজ ও অপরিসীম ৷

inauguration | newsfront.co
বইমেলার সূচনা ৷ নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলা বইমেলার সূচনা হল তমলুক শহরের রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে। ১৬তম জেলা বইমেলা উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।

book fair | newsfront.co
বইমেলার সূচনা ৷ নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দে, বিধায়ক অর্ধেন্দু মাইতি, তমলুকের মহকুমাশাসক প্রণব কুমার সাঙ্গুই, তমলুক পুরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় সহ বিশিষ্টজনেরা। এবারের মেলায় ৬২টি স্টল রয়েছে। কলকাতার নামী দামী প্রকাশনা সংস্থা এসেছে এই বইমেলায়।

books | newsfront.co
নিজস্ব চিত্র

আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত জেলা বইমেলা চলবে। বেলা ১২ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে ।তবে তমলুকের এই বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে কিছু বিধিনিষেধ অবলম্বন করতে হচ্ছে পাঠকদের।

আরও পড়ুনঃ ফালাকাটায় সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ, খুশি স্থানীয়রা

মেলা প্রাঙ্গণে ঢোকার মুখেই রয়েছে করোনা বিধির নিয়মাবলী। থার্মো স্ক্যানিং করে, হাতে স্যানিটাইজার দেওয়ার পরে তবেই মেলা প্রাঙ্গণে ঢুকতে পারছেন বইপ্রেমীরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here