মেজিয়া বইমেলার সূচনা

0
375

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

মেজিয়ায় আজ থেকে শুরু হলো মেজিয়া বইমেলা। আজ অর্থাৎ ২০ জানুয়ারি থেকে রবীন্দ্র স্মৃতিবিজড়িত মেজিয়া হাইস্কুল প্রাঙ্গণে শুরু হলো মেজিয়া বইমেলা । চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।

book fair opening | newsfront.co
নিজস্ব চিত্র

অরূপ চক্রবর্তী ও মলয় মুখার্জির নেতৃত্বে মেজিয়া গ্রামে মেজিয়া বইমেলাের ব্যানার হাতে নিয়ে একটি পদযাত্রার মাধ্যমে বইমেলার শুভ সূচনা হয়। পদযাত্রায় বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি হাজার হাজার গ্রামবাসী অংশগ্রহণ করেন। আদিবাসী নৃত্যের তালে তালে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিল বই মেলায় আগত সকলেই।

book fair opening | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘উৎসারিত আলো’য় রাঙা “স্বর-আবৃত্তি” র বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা

এবছর মেজিয়া বইমেলাই বলিউডের নায়িকা জিনাতা অমন পতাকা উত্তোলন করেন। সাথে ওড়ানো হয় বেলুন ও পায়রা ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বিধায়ক স্বপন বাউড়ি ও অন্যান্য নেতৃবৃন্দ। এবারের মেলাতে একশোর উপরে স্টল রয়েছে। যেখানে আট থেকে আশি সকল বয়সের জন্যই বই রয়েছে। প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার সুচিকে সাজানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here