নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মহামারীর জেরে চলতি বছরের আন্তর্জাতিক বইমেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এহেন পরিস্থিতির মধ্যে শহরের বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্কে বসতে চলেছে কলকাতা বইমেলা। পশ্চিমবঙ্গ প্রকাশক সমন্বয় কমিটির উদ্যোগে চারদিনের এই পুস্তক মেলা হবে দুপুর ২ টো থেকে রাত ৯ টা পর্যন্ত।
উদ্যোক্তাদের দাবি, কঠিন এই পরিস্থিতি শহরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলার আয়োজন ঘিরে সংশয় দেখা দিয়েছে। তাই ছোট পরিসরে শহরবাসীর জন্য এই উদ্যোগ। তাঁদের বক্তব্য, করোনা বিধি মেনে ৩০ থেকে ৩৫ টি স্টল হবে এই মেলায়। গত বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নতুন এই বইমেলার লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে যাত্রা উৎসবের সূচনা
আক্ষেপের সুরে তিনি বলেন, গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে স্রেফ রাজনীতি নিয়ে চর্চা হয়। কিন্তু শিল্প, সংস্কৃতি, সাহিত্য, বই নিয়েও আলোচনার আবেদন করেন বিশিষ্ট এই নাট্য ব্যক্তিত্ব। ‘বই উপহার’-এর সোনালি দিনগুলির স্মৃতি রোমন্থন করেন তিনি।
চিরাচরিত বইমেলার স্বাদ দিতে কয়েকটি লিটল ম্যাগাজিন স্টলও থাকছে এই মেলায়। কলেবরে এবং প্রাচুর্যে কলকাতা আন্তর্জাতিক বই মেলার ধারে কাছে না হলেও প্রথম বছরের সূচনা লগ্নে যথাযথভাবে আমহার্স্ট স্ট্রিট বইমেলার আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে উদ্যোক্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584