ঐতিহ্য-আধুনিকতার আঙ্গিকে পুস্তক প্রকাশ

0
184

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ

প্রকাশিত হলো ‘এ জীবন ক্রিকেট-লিখিত….. প্রকাশিত হলো কবি অভিনন্দন মুখোপাধ্যায়ের কবিতার বই।অভিনব ভাবে প্রকাশিত হল কবিতার বই। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ফেডারেশন হলে আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন হল কবি অভিনন্দন মুখোপাধ্যায়ের লেখা ‘এ জীবন ক্রিকেট- লিখিত’।ক্রিকেট খেলছেন দুই কবি। অংশুমান করের হাতে ব্যাট।বল করছেন অভিনন্দন মুখোপাধ্যায়।এভাবে বই প্রকাশ অনুষ্ঠানের সূচনা বিরল।খড়ের বাঁধন খুলে কলা পাতার মোড়ক থেকে বই বাইরে জনসমক্ষে এনে প্রকাশ করেন কবি অংশুমান কর। কর্পোরেট স্টাইলে কেক কাটা থেকে কবিতা, গান, আলোচনা ঘেরা এই অনুষ্ঠান যেন বাংলার ঐতিহ্য ও গ্লোবালাইজেশনের যুগলবন্দী। অনুষ্ঠানে কবিতা পাঠ করে উপস্থিত গুণীজন তথা দর্শকদের মন জয় করলেন অচিন্ত‍্য নন্দী, রামকৃষ্ণ মহাপাত্র,অভিজিৎ দত্ত,সুমন মহান্তি, অর্থিতা মন্ডল,বিশ্ব বন্দ্যোপাধ্যায়,সৈকত ঘোষ,বুদ্ধদেব হালদার, তন্ময় মন্ডল,রাজেশ্বরী ষড়ংগী,পিয়াল রায়,সংগীতা সাঁতরা,সুজতা কয়াল প্রমুখ।

পত্রিকা প্রকাশ অনুষ্ঠান।নিজস্ব চিত্র

‘শিল্পীদের আত্মহত‍্যা প্রবণতা ‘শীর্ষক আলোচনায় সবাইকে মোহাবিষ্ট করলেন কবি নির্মাল্য মুখোপাধ্যায়। প্রকাশকের কথা সুন্দর ভাবে উপস্থাপন করলেন বিতান চক্রবর্তী ও কিরীটি রায়।হৃদয় গ্রাহী সঙ্গীতে সবার মন জয় করলেন সুমন্ত সাহা ও মৌমিতা মান্না। কবিতা পাঠ করলেন কবি অভিনন্দন মুখোপাধ্যায়ও। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী এবং সঞ্চালিকা বৃষ্টি মুখোপাধ‍্যায়।এই বই প্রকাশের সুন্দর অনুষ্ঠানে হাজির ছিলেন সংগীত শিল্পী জয়ন্ত সাহা,বাচিক শিল্পী অমিয় পাল, সমাজকর্মী রোশেনারা খাঁন, সঙ্গীত শিল্পী হায়দার আলি,গল্পকার প্রদীপ বর্মণসহ শহরের সংস্কৃতি জগৎ সহ অন্যান্য ক্ষেত্রের বহু বিশিষ্ট জন।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় খুশি অনুষ্ঠানের আয়োজক কবি অভিনন্দনের বন্ধু সৌমেন শেখর, নিসর্গ নির্যাস মাহাত,আকাশ রায়, মৃণাল কান্তি মাহাত,অনিরূদ্ধ ব‍্যানার্জীসহ অন‍্যান‍্যরা।বর্তমান সময়ের সেরা উদীয়মান ‌কবিদের মধ‍্য অন‍্যতম সেরা কবি অভিনন্দন মুখোপাধ্যায়। পেয়েছেন নতুন কৃত্তিবাস থেকে পুরস্কার।কবিতা লেখার পাশাপাশি তিনি ভালো ফুটবল ও ক্রিকেট খেলেন।দেশ, কৃত্তিবাস, নতুন কৃত্তিবাস সহ একাধিক পত্রিকায় একাধিকবার কবিতা প্রকাশিত হয়েছে। নিয়মিত লেখেন আনন্দবাজার পত্রিকায়।কাজ করেন স্বাস্থ্য দফতরে।আড্ডা দেন মেদিনীপুরের কফি হাউস হয়ে খ‍্যাত জামাইদার চা দোকানে। শখ হিসেবে গান গান আর গিটার বাজান। তৈরি করেছেন নিজেদের ব্যান্ড “জোয়ার”।অন্যদিকে তিনি সঞ্চালক। সম্পাদনা করেন সলতেবাড়ি পত্রিকা। ইতিমধ‍্যে প্রকাশিত হয়েছে বই সিলভার লাইনিং(একক), লাভ ক্যাপিচুনো (যৌথ)। আর এদিন আনুষ্ঠানিক ‘হাওয়াকল ‘প্রকাশনা থেকে প্রকাশ পেল ‘এ জীবন ক্রিকেট লিখিত’।

আরও পড়ুনঃ বর্ণাশ্রম সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কবিতাপাঠ,পত্রিকা প্রকাশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here