নিজস্ব সংবাদদাতা,মালদহঃমালদহ জেলার এক মাত্র ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসল জেলা পুলিশ প্রশাসন। জেলা প্রশাসন ও বামোনগোলা পুলিশ থানার যৌথ উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্ত দান শিবিরের। পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ে আযোজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি পুলিশ সুপার(আইন শৃঙ্খলা) শ্যামল কুমার মন্ডল, বামোনগোলা ব্লকের বিডিও সৌভিক মজুমদার সহ পুলিশ ও প্রশাসনের একাধিক কর্তা ব্যাক্তিরা।
এদিনের এই শিবিরে বামোনগোলা ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক দাতা এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন। পাশাপাশি প্রশাসনিক কর্মী আধিকারিকেরাও এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদানের পর প্রশাসনের পক্ষ থেকে দাতাদের গোলাপ ফুল ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584