বুথ দখল করতে গিয়ে গণ পিটুনিতে মৃত্যু নদীয়ায়

0
117

শ্যামল রায়ঃ

নদিয়ায় জেলার শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে ভোটারদের প্রতিরোধের মুখে পড়ে গণপিটুনিতে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত ওই কর্মীর নাম সঞ্জীত প্রামানিক। বাড়ি শান্তিপুর এলাকায়।
জানা গিয়েছে যে এদিন সকাল বেলা বাইক বাহিনীর মধ্যে ছিলেন এই সনজিৎ প্রামানিক। শান্তিপুর থানা এলাকার সরবা নন্দীপাড়ায় পাবনা আদিবাসী পারার মধ্যে দুটি ভোট গ্রহণ কেন্দ্র ছিল।
একটি ছিল ৪৬ও ৪৭ নম্বর বুথ।
এই বুথ দখল করতে এসেছিল বাইক বাহিনী বলে আদিবাসী পাড়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
বাইক বাহিনীর মধ্যে থেকে সনজিৎ প্রামাণিককে আদিবাসিপারা লোকজনেরা ধরে ফেলে। ব্যাপক মারধর করার ফলেই মৃত্যু হয় সনজিৎ প্রামাণিকের।
তারপর মৃতদেহটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে রেখে পালিয়ে যায় কেউ বা কারা।
শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত এসে ওই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ে বলে অভিযোগ।
তৃণমূল নেতৃত্বের দাবি সনজিৎ প্রামাণিক নামে তৃণমূল কর্মী কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বিষয়টি পুলিশকে বলেছি তদন্ত করে দোষীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়ার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here