পূর্বস্থলীতে বিজেপির বুথভিত্তিক কর্মী বৈঠক হলো

0
79

শ্যামল রায় বর্ধমান:
বুধবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদানঘাট এ বিজেপির এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃত্ব বর্গ। সেদিনকার বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে জয়লাভের জন্য কী করণীয় সে বিষয়ে নানান উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। তিনি বলেন সাম্প্রতিককালে বিজেপির বহু কর্মী-সমর্থককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের দলকে দুর্বল করার চক্রান্ত করছে তবে মানুষ আমাদের পক্ষে আছেন আমাদের সাথে যোগাযোগ রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে দলকে আরও শক্তিশালী এবং জয়ের লক্ষ্যে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিজেপি শক্তি বৃদ্ধি হয়েছে একটা পরিসংখ্যান দিয়ে কর্মী বৈঠকে তথ্য তুলে ধরেন।


উপস্থিত ছিলেন বিজেপির পূর্বস্থলী দায়িত্বে থাকা ধনঞ্জয় হালদার বিপ্লব বসাক সহ অনেকে।
জানা গিয়েছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার অপেক্ষায় তাই প্রার্থী তালিকা ও তারা তৈরি করে ফেলেছেন। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তারা এককভাবেই জয় লাভের লক্ষ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেবে বলে এ দিন ঘোষণা করেছেন জেলা সম্পাদক কৃষ্ণ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here