নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সীমান্ত থেকে এক কিলোমিটার ভেতরে ঢুকে ২ ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বি,জি,বি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে।
প্রতিদিনের মত মাঠে কাজে গিয়েছিল নয়ন সেখ (২৪) ও সহিদুল সেখ (৪৫) নামে দুই ব্যক্তি। রাজশাহী খাসমহল ৭২/১০/এস সীমান্ত পিলারের কাছ থেকে তাদের অবৈধ ভাবে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ জোড়া আত্মহত্যা! শহরের দু’প্রান্তে ছাত্র-তরুণীর দেহ উদ্ধার, ৩০ দিনে ৪৫ আত্মহত্যা
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মত আজও মাঠে কাজে যান তারা। কিন্তু কেন এইভাবে তাদের আটক করে নিয়ে যাওয়া হল তা কিছুই তারা বুঝতে পারছেন না।
আজ নয়নের জমিতে কীটনাশক দিতে শ্রমিক হিসেবে যান সহিদুল শেখ। তখনই তাদের দুই জনকেই নিয়ে যাওয়া হয়। সকলের বাড়ি লালকুপ কলোনি জলঙ্গি থানায়। এই বিষয়ে বিএসএফ আধিকারিক কিছু বলতে চায়নি। ইতিমধ্যে জলঙ্গি থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584