‘এমারজেন্সি করোনা ভাইরাস ল’ প্রত্যাহারের পথে বরিস জনসন, সংক্রমিতদের থাকতে হবে না আইসোলেশনে

0
70

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ব্রিটেনে করোনা সংক্রান্ত বিধি নিষেধে আসতে চলেছে বড় পরিবর্তন। করোনা সংক্রমিত হলেও আর থাকতে হবে না নিভৃতবাসে- এমন নিয়মই আনতে চলেছে বরিস জনসন সরকার। শুধু তাই নয়, ‘এমারজেন্সি করোনা ভাইরাস ল’ ও পাকাপাকি ভাবে প্রত্যাহারের পথে বরিস সরকার, এমনটাই জানা গিয়েছে রয়টার্স ও টেলিগ্রাফ সূত্রে। আগামী সপ্তাহেই এই বিষয়ে আলোচনা হবে এমনটাই জানা গিয়েছে।

Covid19 in UK
ছবিঃ রয়টার্স

করোনা সংক্রমিত হলে নিভৃতবাসে থাকার নিয়ম জারি আছে ব্রিটেনেও পাশাপাশি নিয়ম ভাঙলে ‘এমারজেন্সি করোনা ভাইরাস ল’ মোতাবেক শাস্তির প্রতিবিধানও রয়েছে। নতুন নিয়ম জারি হলে এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না।

আরও পড়ুনঃ পুরনো টিকার বুস্টার ঠেকাতে পারবে না করোনার নতুন নতুন স্ট্রেন, বলছে WHO; বিভ্রান্ত জনসাধারণ

ইতিমধ্যেই ইওরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ করোনা ভাইরাস সংক্রমণকে সাধারণ ফ্লু হিসেবেই দেখার দাবি জানিয়েছে। এনিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বিতর্ক সভাতেও। স্পেন সহ আরও বেশ কিছু দেশ এই পথেই হাঁটতে চায় এমনটাই জানা গিয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বরিস জনসন সরকারও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here