ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ২০২১-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ। ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস এই তিন অর্থনীতিবিদ একত্রে পেলেন অর্থনীতিতে ২০২১ নোবেল স্মারক।
ডেভিড কার্ড এক জন শ্রম-অর্থনীতিবিদ। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে-র অর্থনীতির অধ্যাপক। জোশুয়া অ্যাংরিস্ট জন্মসূত্রে ইজরায়েলি। তিনি আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-র অর্থনীতির অধ্যাপক। গুইডো উইলহেলমস ইমবেনস জন্মসূত্রে ওলন্দাজ। তিনি আমেরিকার পিয়ার রিভিউ অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ইকনোমেট্রিকস’-এর বর্তমান সম্পাদক। এর আগে অধ্যাপনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে প্রভৃতি প্রতিষ্ঠানে।
৯০-এর দশকে ‘ন্যূনতম মজুরি’ বিষয়ে ডেভিড কার্ডের গবেষণা অর্থনীতির বেশ কিছু প্রতিষ্ঠিত ধারণা ভেঙ্গে দেয়। এর পরে অভিবাসন, শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করেন তিনি। এমনকি আমেরিকা ও কানাডার বিভিন্ন সময়ের অভিবাসন নীতি বিশ্লেষণ করে কার্ড প্রমাণ করেন যে অভিবাসনের ফলে কোনও দেশের অর্থনীতি তেমন ক্ষতিগ্রস্ত হয় না।
আরও পড়ুনঃ “গনতন্ত্রের জন্য বিপজ্জনক ফেসবুক”, বিস্ফোরক মন্তব্য সদ্য নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া রেসার
জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস ‘ক্যাজুয়াল রিলেশনশিপ’-এর ওপর গবেষণায় পেলেন নোবেল পুরস্কার। ‘ক্যাজুয়াল রিলেশনশিপ’ বলতে অর্থনীতিতে কার্যকারণের সম্পর্কবিন্যাসকে বোঝানো হয়, যেখানে কার্য ও কারণের মধ্যে ভিত্তি ও উপাদানগত সম্পর্ক বিরাজ করে।
আরও পড়ুনঃ ‘মিলে সুর মেরা তুমহারা’ গানের নতুন ভিডিও প্রকাশ করল রেলমন্ত্রক
সুইডিশ অ্যাকাডেমির প্রাইজ কমিটির প্রধান পিটার ফ্রেডেরিকসন জানিয়েছেন, সমাজের গভীর সমস্যা নিয়ে কার্ডের গবেষণা এবং অর্থনীতির পদ্ধতিগত আলোচনার ক্ষেত্রে অ্যাংরিস্ট এবং ইমবেনসের কাজ বিশ্বকে সমৃদ্ধ করেছে। পুরস্কারের অর্থমূল্য তিন অর্থনীতিবিদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584