নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই মাঠে বল পড়ার আগেই শুরু হল বিতর্ক। টস করার সময় দুই দলের অধিনায়ক জো রুট ও আজহার আলি টসের সময় হাত মিলিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন। ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের অধিনায়ক আজহার আলি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ভুল করে হাত মিলিয়ে ফেললেও, শিগগিরই তারা তাদের ভুল বুঝতে পারেন। আগের অর্থাৎ করোনা পরবর্তী প্রথম সিরিজে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও ইংল্যান্ডের সেই ম্যাচের অধিনায়ক বেন স্টোকস একই ভুল করেন। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি ফের এক চিত্র।
আরও পড়ুনঃ মাঠে দর্শক আনতে চায় বুন্দেসলিগা কর্তৃপক্ষ
পুরোনো স্বভাব পরিবর্তন করতে পারছে না কেউ। তবে এদিন রুট ও আজহার দুজনেই এই ঘটনার পর অনুতপ্ত। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন পাকিস্তান, শুরুতেই ওপেনার আবিদ আলি ও আজহার আলির উইকেট হারায়। তবে বাবর ও মামসুদ লড়াই দিচ্ছে। বৃষ্টির কারণে প্রথম দিন ম্যাচে বিঘ্ন ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584