মালদা টাউন স্টেশনে বোতল ক্রাসিং মেশিন

0
131

হরষিত সিংহ,মালদহঃ

স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মালদা টাউন স্টেশনে বসানো হল বোতল ক্রাসিং মেশিন।বুধবার নতুন এই মেশিনের শুভ উদ্বোধন করলেন মালদহ ডিভিশনের ডিআরএম তনু চন্দ্রা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের একাধিক আধিকারিক। যাত্রীরা নতুন এই মেশিনে খালি জল বা পানীয় বোতল দিলে পেটিএম- এর মাধ্যমে একটি বোতল পিছু পাবে পাঁচ টাকা।এর জন্য ডিজিটাল এই মেশিনে যাত্রীদের নিজের মোবাইল নম্বর দিতে হবে।সেই নম্বরে পেটিএম অ্যাকাউন্ট থাকতে হবে।রেল স্টেশনের স্বচ্ছতা বজায় রাখতে রেলের এটি একটি অভিনব উদ্যোগ।দেশের প্রতিটি রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে ভারতীয় রেল। রেল স্টেশন গুলিতে মাঝে মধ্যেই চলে সাফাই অভিযান।রেল স্টেশন গুলিতে যাত্রীদের ফেলে দেওয়া জলের ও পানীয় বোতল জমা হয়। অনেক সময় যাত্রীরা তাদের ব্যবহারের খালি বোতল গুলি প্ল্যাটফর্ম ও রেল লাইনের উপর ফেলে দেন।এতে অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয় রেল স্টেশন থেকে প্ল্যাটফর্ম চত্বর। তাই রেলের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের স্টেশন গুলিতে বোতল ক্রাসিং বসানোর উদ্যোগ নিয়েছে।পূর্ব রেলের স্টেশনের গুলির মধ্যে প্রথম মালদা টাউন স্টেশনে এই মেশিন বসানো হল রেলের পক্ষ থেকে।

বোতল ক্রাসিং মেশিন।ছবিঃঅভিষেক দাস

বিশেষ এই মেশিনে ফেলে দেওয়া বোতল দিলে সেটিকে ভেঙে গুড়িয়ে নষ্ট করে সেখানেই জমা হবে। বুধবার এই মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম তনু চন্দ্রা সহ এডিআরএম এস কে ভকত,স্টেশন মাস্টার দীলিপ চৌহান সহ একাধিক কর্তা আধিকারিকেরা। যাত্রীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়াতে বোতল ক্রাসিং মেশিনে বোতল ফেললে পেটিএমের মাধ্যমে টাকা প্রদানের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এমন উদ্যোগের ফলে যাত্রীরা অনেকটায় সচেতন হবেন দাবী রেল কর্তাদের।ফলে রেল স্টেশন থেকে প্ল্যাটফর্ম গুলির স্বচ্ছতা বজায় থাকবে।

আরও পড়ুনঃ সাফল্যের পথে এগিয়ে দিতে জেলা পুলিশের “সাফল্য”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here