অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
খুশির খবর ২৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ। মেলবোর্ন মাঠে বক্সিং ডে-টেস্টে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া প্রশাসন।
ভিক্টোরিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রেট সুট্টন দর্শক সংখ্যা ২৫ হাজার থেকে ৩০ হাজার করার অনুমতি দিয়েছেন। অর্থাৎ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রতিদিন ৩০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। সাধারণত এমসিজি-তে ১ লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন।
আরও পড়ুনঃ ওয়ার্নারের অভাব টের পাওয়া যাবে বলছেন স্মিথ
করোনা অতিমারির জন্য প্রতিদিন ২৫ হাজার দর্শককে বক্সিং-ডে টেস্ট ম্যাচ দেখার অনুমতি আগে দিয়েছিল ভিক্টোরিয়া প্রশাসন। কিন্তু করোনার প্রকোপ কমে যাওয়ায় দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪০ দিনে ভিক্টোরিয়ায় নতুন করে কেউই করোনা আক্রান্ত হননি। সেই কারণেই দর্শকসংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584