সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বন্ধুকে গাড়িতে তুলতে এসে নিখোঁজ আর এক বন্ধু। ঘটনাটি সরিষা ২ নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েতের ঝিঙের পোল এলাকায় ঘটেছে। নিখোঁজ বন্ধুর নাম তরুণ মন্ডল(৩০)। বাড়ি সরিষার ঝিঙের পোল এলাকায়।

পরিবার সূত্রে দাবি, সল্টলেকের গার্ডেনে কাজ করত নিখোঁজ তরুণ। বেশ কিছুদিন আগে কাজের সূত্রেই আলাপ হয় বন্ধু আশিস মন্ডলের সঙ্গে। আশিসের বাড়ি হল থানা এলাকার ধানকল মরে। এর আগে বহুবার তাদের বাড়িতে এসেছিল বন্ধু আশিস।
রবিবার কাজ শেষ করে বাড়িতে ফেরে তরুণ। সোমবার ছুটি থাকায় বন্ধু আশিসের বাড়িতে গাছ আনতে গিয়েছিল সে। সেখানে বসেই দু’জনে মদ্যপান করে।

এরপর বিকেল পাঁচটা নাগাদ বাড়ি ফিরে পরিবারকে জানায়, বন্ধুকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে সে। কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
আরও পড়ুনঃ ঝুঁকি নিয়ে চলছে পারাপার
শেষে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তরুণের সাথে কথা হয় তার মায়ের। ফোনে মা’কে জানায়, সে বাড়ি ফিরে আসছে কিন্তু তারপর থেকেই তার ফোন সুইচড্ অফ আসে।
শেষ পর্যন্ত তার খোঁজ না পেয়ে আজ সকালে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পুলিশ তদন্তের স্বার্থে বন্ধু আশিস মণ্ডলকে গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584