পিয়ালী দাস, বীরভূমঃ
এবার মূকবধির এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুবরাজপুর থানার বসহরি গ্রামে হাত পা মুখ বেঁধে রাতের অন্ধকারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে গ্রামের এক যুবকের বিরুদ্ধে ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।
দুবরাজপুর থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে নিগৃহীতা মেয়েটিকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য।
গ্রাম সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ গ্রামের মন্দিরের কাছে দাঁড়িয়েছিল দিনমজুর পরিবারের নাবালিকা মেয়েটি সেই সময় গ্রামের যুবক শুভেন্দু হাজরা মেয়েটিকে অন্ধকার গলিতে টেনে নিয়ে যায় এরপর মেয়েটির হাত পা দড়ি দিয়ে বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মেয়েটির মুখে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে এমনটাই জানাচ্ছেন সদর হাসপাতালের ডাক্তাররা। পরিবার সূত্রে জানাযায় রাত্রি নটা নাগাদ বাড়ি ফিরে এসে মাকে আকার-ইঙ্গিতে এবং যুবকের মুখের বর্ণনা দেয় মেয়েটি।
বর্ণনাতেই নিগৃহীতা নাবালিকা মেয়েটির মা যুবককে চিহ্নিত করে। রাতেই যুবকের বাড়ি ঘেরাও করে গ্রামবাসীরা। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত যুবক গা ঢাকা দেয়।
বুধবার সকালে দুবরাজপুর থানায় মেয়েটির মা লিখিত অভিযোগ করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। পরে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584