পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুরঃ
সোমবার ধনতেরস উপলক্ষে উত্তর দিনাজপুরের প্রায় ছোটো বড়ো সব দোকানেই ভীড় দেখা যায় ।তবে প্রতিবারের থেকে এবারে ঠিক অন্য ছবি ধরা পড়লো সোনার দোকান গুলিতে।কথায় বলে গয়নাতে নাকি মেয়েদেরই একচ্ছত্র আধিপত্য৷কিন্তু যুগের হাওয়া এসব প্রচলিত কথাকে ওলটপালট করে দিয়েছে৷সোমবার সকাল থেকে ধনতেরস উপলক্ষে দোকান গুলিতে দেখা গেল গয়নার ব্যাপারে মেয়েদের রীতিমতো পাল্লা দিচ্ছে পুরুষরাও৷ধনতেরসের বাজার অন্তত এমন ছবি এদিন দেখা গেল৷এবারের ট্রেন্ড বলছে, জন প্রতি প্রায় এক লক্ষ টাকার গয়না কিনতে নাকি এবার দোকানে ভিড় জমাচ্ছেন পুরুষরা!
ফরম্যাল শার্টের কলারের নীচে মোটা চেন থাকাটাই এখন স্টাইল আইকন। স্বর্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন, পুরুষদের চেন তৈরি করতে কমবেশি যেখানে তাঁরা ১০ গ্রাম সোনা ব্যবহার করতেন এখন সেটাই গড়ে ৩০ গ্রামে পৌঁছেছে। ব্যবসায়ীদের মতে, বিনিয়োগের লক্ষ্যেই ছেলেরা মূলত সোনা কিনছেন৷কারণ অনেকেই ধরে নিচ্ছেন সোনার দাম আরোও বাড়তে পারে৷শুধু ধনতেরসে সোনা কিনতেই এদিন ভীড় ছিলনা রূপো কিনতেও এদিন দেখা গেল বহু মানুষকে।কথিত আছে ধনতেরসে সোনা ও রূপো কেনা সবচেয়ে শুভ । বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে ধনতেরসের প্রচলন সবচেয়ে বেশি। এই সময় অনেকেই সোনার গয়না বা কয়েন কেনার জন্য দোকানে ভিড় জমান। সোনা কেনার সামর্থ্য না থাকলে রূপোও কেনেন অনেকে। চাহিদা বাড়ায় এই সময় প্রায় প্রতি বছরই বাড়ে সোনার দাম।
নোটবন্দি, জিএসটি-জট, — এই সমস্ত সমস্যা পিছনে ফেলে ধনতেরসে নতুন করে দৌড় শুরু সোনার বাজারের। ধনতেরসে দোকানে-দোকানে চোখে পড়ার মতো ভীড় লক্ষ করা যায় ।অনেকেই জানান সামনেই বিয়ের মরসুম তাই ধনতেরসে সব কেনাকাটা সেরে নিতে চান।
আরও পড়ুনঃ বিদেশী রকমারি আলোর জোয়ারে ভাটা পড়েছে মাটির প্রদীপে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584