নিউজফ্রন্ট, বিনোদন ডেস্কঃ

বিশ্ব চলচ্চিত্রের পুরস্কারের দরবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মঞ্চে এবার নতুন ইতিহাস তৈরি হল। অস্কারের ৯২ বছরের ইতিহাসে প্রথম কোনও বিদেশি ছবিকে সেরা ছবির সম্মানে পুরস্কৃত করা হল। তবে সেখানেই শেষ নয়, সেরা পরিচালকের পুরস্কারটিও ছিনিয়ে নিয়েছেন এই ছবির পরিচালকই।
#Oscars Moment: Brad Pitt wins Best Supporting Actor for @OnceInHollywood pic.twitter.com/TSGjMB3v8P
— The Academy (@TheAcademy) February 10, 2020
কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট'(২০১৯) নিয়ে। পরিচালক বং জুন হো। সর্বমোট ছয়টি বিভাগে মনোনীত হওয়া এই ছবিটি চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।
#Oscars Moment: @ParasiteMovie wins for Best International Feature Film. pic.twitter.com/sYovKBNltL
— The Academy (@TheAcademy) February 10, 2020
আরও পড়ুনঃ অস্কার পুরস্কার ২০২০:এক নজরে বিজয়ীরা
অন্যান্য বিভাগগুলির মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে রেনে জেলওয়েগার-এর কাছে জুডি(২০১৯) সিনেমার জন্য। এই নিয়ে এটি রেনের দ্বিতীয় অস্কার ছিল। অন্যদিকে ‘জোকার'(২০১৯) সিনেমায় অনবদ্য অভিনয় করে আগেই তাক লাগিয়ে দিয়েছিলেন ওয়াকিন ফিনিক্স। এবার সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি।
#Oscars Moment: Bong Joon Ho accepts the Oscar for Best Directing for @ParasiteMovie. pic.twitter.com/b7t6bYGdzw
— The Academy (@TheAcademy) February 10, 2020
তবে এবারে সবাইকে চমকে দিয়ে অস্কারে স্বতন্ত্র জায়গায় রাজ করছেন অভিনেতা ব্র্যাড পিট। এই প্রথম সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতলেন ব্র্যাড পিট। এর আগে অস্কারে সাত বার ভিন্ন ছবির জন্য নমিনেশন পেয়েছেন ঠিকই কিন্তু তাঁর সারা জীবনের কেরিয়ারে এই প্রথম তিনি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিতে সেরা অভিনয়ের জন্য পুরস্কার জিতলেন।
#Oscars Moment: Joaquin Phoenix wins Best Actor for his work in @jokermovie. pic.twitter.com/M8ryZGKGHV
— The Academy (@TheAcademy) February 10, 2020
আরও পড়ুনঃ ১৮-তে ৭২- সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষাপটে আসছে ‘স্বাধীন ছবি’
এর আগে সেরা প্রযোজক হিসাবে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন ঠিকই কিন্তু অভিনেতা হিসেবে এটি তাঁর প্রথম অস্কার জয়।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের অস্কার তালিকা—
সেরা মৌলিক চিত্রনাট্য– প্যারাসাইট
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য– জোজো ব়্যাবিট
সেরা প্রোডাকশন ডিজাইন– ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড
সেরা কস্টিউম ডিজাইন-লিটিল ওমেন (জ্যাকলিন ডুর্যান)
সেরা মেক আপ ও হেয়ার স্টাইলিং– বম্বশেল (কাজু হিরো, অন্নে মর্গ্যান এবং ভিভিয়ান বেকার)
সেরা ভিস্যুয়াল এফেক্ট– ১৯১৭ ( গুল্লাউমে রোচেরন, গ্রেগ বাটলের এবং ডমিনিক তুহাই)
সেরা সম্পাদনা– ফর্ড ভি ফেরারি ( অ্যান্ড্রু বাকল্যান্ড এবং মাইকেল ম্যাককুসকের)
সেরা সিনেমাটোগ্রাফি– ১৯১৭ (রজার ডিয়াকিনস)
সেরা সাউন্ড এডিটিং– ফর্ড ভি ফেরারি (ডোনাল্ড সেলভেস্টার)
সেরা ডিডাইনিং– ১৯১৭(মার্ক টেলর এবং স্টুয়ার্ট উইলসন)
সেরা তথ্যচিত্র(ফিচার)– আমেরিকান ফ্যাক্টরি
সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট)– লারনিং টু ক্যাটেবোর্ড ইন এ ওয়ারজোন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584