‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক

0
113

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে জুড়ল আরেকটি পালক। ‘টরন্টো ইন্টারন্যাশনাল ওমেন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১’-এ অফিসিয়াল সিলেকশন পেল অরিত্র মুখার্জি পরিচালিত এই ছবি৷

Brahma janen Gopon Kommoti
পোস্টার

ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই ছবি আমজনতার মনে ঝড় তোলে। করোনার কারণে রিলিজ হওয়ার পরই হল থেকে তুলে নেওয়া হয় ছবিটি। পরে পরিস্থিতি সামান্য আয়ত্তে এলে পুনরায় প্রেক্ষাগৃহে রিলিজ হয় ছবিটি।
ঋতুমতী নারীর পুজোর ঘরে ঢুকতে মানা, মেয়েরা পুরোহিত হতে পারবে না, কন্যাদানের মতো চিরাচরিত ভুল কনসেপ্ট— সব কিছুকে আঘাত হানে এই ছবি। সব মিলিয়ে মানুষের মনে নাড়া দেয় এই ছবি৷

আরও পড়ুনঃ “সিনেমা হল বাঁচান, বাংলা সিনেমা বাঁচান”- আবেদনে হুঙ্কার অভিনেত্রীর

সমাজ আজও ‘মহিলা পুরোহিত’ শব্দদুটির সঙ্গে ঠিকঠাক অভ্যস্ত হতে পারেনি। অভ্যস্ত করতে বাস্তবের মাটিতে পা বাড়িয়েছেন ডঃ নন্দিনী ভৌমিক। মূলত তাঁর অনুপ্রেরণাতেই এই ছবি বানিয়েছিলেন অরিত্র মুখার্জি। গল্পটা আগেই ভাবা হয়েছিল।

আরও পড়ুনঃ “আমি এখন বিয়ে করছি না, আর প্রতিবেদন করবেন না”- ঋতাভরী চক্রবর্তী

পরে ডঃ নন্দিনীর এই মুভমেন্ট খবরের কাগজে পড়ে হাতে চাঁদ পান অরিত্র। ডঃ নন্দিনীকে পুরোহিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং লোকের বিশ্বাসের উপযুক্ত হয়ে উঠতে যে কাঠখড় পোড়াতে হয়েছে তাই উঠে এসেছে ছবিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here