মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
নারী দেহ অশুচি। পৌরহিত্যে নারীর কোনো অধিকার নেই। এই কথাগুলোকে তোয়াক্কা না করে শবরীর পুরোহিত হয়ে ওঠার গল্প নিয়ে ৬ মার্চ মুক্তি পেল অরিত্র মুখার্জী পরিচালিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। ছবিতে শবরীর চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী।
শবরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সোহম মজুমদার। যে সমাজে পুরোহিতের ভূমিকায় সবসময় পুরুষকেই দেখা যায় সেই সমাজে একজন সাধারণ মেয়ের পুরোহিত হওয়ার গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিকের অনুপ্রেরণায় লেখা হয়েছে শবরী চরিত্রটি। যিনি অধ্যাপনার পাশাপাশি পৌরোহিত্যও করেন।
আরও পড়ুনঃ কলকাতার সব পাবলিক টয়লেটে মিলবে ন্যাপকিন
বিয়েতে কন্যাদান করা হয় ঠিকই। কিন্তু কন্যা কি দানের জিনিস? মেয়েকে কি দান করা যায়? এই প্রশ্নগুলো সমাজকে নতুন করে ভাবাবে। ভুল মন্ত্রোচ্চারণেই হয়ে যায় পুজো, বিয়ে, শ্রাদ্ধানুষ্ঠান। তবে বেদ, উপনিষদ মেনে পুজো, বিয়ে বা শ্রাদ্ধের মতো যেকোনো অনুষ্ঠান করেন কজন পুরোহিত? এরকমই কিছু প্রশ্ন সমাজের মুখে ছুঁড়ে দেয় এই ছবি।
আরও পড়ুনঃ করিনার ঘরে সোনাক্ষীর সফর
প্রত্যেক নারীর মনের কথা প্রকাশ্যে নিয়ে আসে উইন্ডোজ প্রযোজিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। তাই আর দেরী না করে নারী দিবসের এই মরশুমে বসন্তের হাওয়াকে সঙ্গী করে হলে গিয়ে একবার ছবিটি দেখে এলে মন্দ হবে না।
শুক্রবার সন্ধ্যায় নন্দনে হয়ে গেল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মুখার্জী, নন্দিতা রায়, ঋতাভরী চক্রবর্তী, সোহম মজুমদার, ইমন চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, শুভাশিস মুখার্জী, সোমা চক্রবর্তী, মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584