অক্টোবরের একুশে ফের ঋতাভরীর গোপন কম্ম ফাঁস

0
194

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২১ অক্টোবর ফের সিনেমা হলে রিলিজের পথে অরিত্র মুখার্জি পরিচালিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। প্রযোজনা সংস্থার তরফেই জানানো হয় খবরটি।

Brahma Janen Gopon Kommoti | newsfront.co

ছবির গল্প বেঁধেছেন জিনিয়া সেন। চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় অরিত্র মুখার্জি। সঙ্গীত পরিচালনায় অনিন্দ্য চট্টোপাধ্যায়। গান গেয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, উজ্জয়িনী মুখার্জি। ছবির গল্প আবর্তিত হয় মহিলা পুরোহিতকে কেন্দ্রে রেখে।

যুক্তি, মেয়েরা যদি প্লেন চালাতে পারে, মহাকাশে যেতে পারে, সেনাবাহিনীতে যোগ দিতে পারে তাহলে পৌরহিত্য করতে পারবে না কেন? পৌরহিত্য করতে গেলে পৈতেধারী হতেই হবে? পুজো তো মন্ত্র আর মনের খেলা। সেখানে পৈতের ভূমিকা কোথায়? ঋতুকালীন অবস্থায় মেয়েরা অশুচি, স্বামী করলে যাবতীয় ত্যাগ শুধু তাদেরই।

আরও পড়ুনঃ এবার পুজোয় ‘চলো পটল তুলি’

মা সারদা দেবী ঋতুমতী অবস্থায় মায়ের জন্য ভোগ রাঁধতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণর প্রয়াণের পরও তিনি মাথায় সিঁদুর ছোঁয়াতেন। তবু আজও এই একবিংশ শতকে দাঁড়িয়েও মেয়েদের জন্য রয়েছে হরেক রকমের ট্যাবু। সেই সব ট্যাবুর বিরুদ্ধে সোচ্চার হয় এই ছবি।

পাশাপাশি শহরের স্বনামধন্য মহিলা পুরোহিত ডঃ নন্দিনী ভৌমিকের জীবননামা আশ্রয় করে এই ছবির গল্প এগোয়। ডঃ নন্দিনী ভৌমিক একজন অধ্যাপিকা। অধ্যাপনা ছাড়াও তিনি কয়েকজন মহিলাকে নিয়ে পৌরহিত্যের যজ্ঞে নিয়োজিত হয়েছেন। মন্ত্র এবং গানের মেলবন্ধনে তাঁরা গাঁটছড়া বেঁধে দেন বর-কনের। শুরুর দিকে অনেক কটূ কথা শুনতে হয়।

আরও পড়ুনঃ পুজোর গানঃ রূপঙ্করের কণ্ঠে ‘সময় থমকে দাঁড়ায়’

আজও শুনতে হয় অবশ্য, তবে কম। সমাজ ধীরে ধীরে মেনে নিচ্ছে তাঁর এই অভিযান। আজ একাধিক জায়গা থেকে ডাক আসে তাঁর। ছবিতে অধ্যাপিকা তথা মহিলা পুরোহিত শবরীরও তেমনি ডাক আসে নানা জায়গা থেকে। শাশুড়িমাতা তার এই কর্মকাণ্ড মেনে নেয় না।

এরপরে কী ঘটে তা যাঁরা দেখে নিয়েছেন তাঁরা চুপ থাকুন। অন্যদেরকে হলে গিয়ে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সামাজিক দূরত্ব মেনে বসবেন। স্যানিটাইজার, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, ব্যাগবন্দি করে রাখবেন না প্লিজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here