নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শবরী-বিক্রমাদিত্যকে মনে আছে? আছে নিশ্চয়ই। এই তো চলতি বছরের ৬ মার্চ মুক্তি পেয়েছিল ছবিটা। আর তারপরেই ২২ মার্চ থেকে করোনার দাপটে শুরু হয় লকডাউন। ফলে, প্রেক্ষাগৃহে মাত্র ১৬ দিন চলার পর আর দেখানো যায়নি ছবিটি।
সেই সময়েই ছবির প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ ঘোষণা করে- হল খুললে ফের রিলিজ করা হবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। আর ১ অক্টোবর সামাজিক নিয়মবিধি মেনে খুলছে সিনেমা হল।
আর প্রতিশ্রুতিমতো ফের দর্শক দরবারে আসতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। এই পুজোয় ফের সিনেমা হলে রিলিজ করবে মহিলা পুরোহিত কেন্দ্রিক এই ছবি- জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
ছবিতে এক অধ্যাপিকা তথা মহিলা পুরোহিতের ভূমিকায় দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। অধ্যাপিকা ডঃ নন্দিনী ভৌমিকের জীবনযাপনের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ছবির কাহিনি লিখেছিলেন জিনিয়া সেন। পরিচালনায় অরিত্র মুখার্জি। ডঃ নন্দিনী ভৌমিক পেশায় অধ্যাপিকা।
আরও পড়ুনঃ দেশ জুড়ে খুলছে সিনেমা হল
তিনি পৌরহিত্য করেন। বেদ এবং রবীন্দ্রনাথকে আশ্রয় করে নিজের মতো করে যথাযোগ্য মন্ত্র লিখেছেন তিনি।আর সেই মন্ত্র সম্বল করেই নিজের বাহিনীকে সঙ্গে নিয়ে চলতে তাঁর পৌরহিত্যের অভিযান।
কোনও মহিলা অটো, টোটো, বাস, প্লেন, ট্রেন চালাতে পারলে পুজো করতে বা সামাজিক আচার অনুষ্ঠানে পৌরহিত্য করতে পারবেন না কেন? এই হল যুক্তি।
আরও পড়ুনঃ অনুপম-অনির্বাণের কণ্ঠে ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’
সময় পাল্টেছে, সমাজ পাল্টেছে। একটা সময় মহিলা পুরোহিতকে দেখে লোকে মুখ টিপে হাসলেও আজ অনেকেই চাইছেন মেয়ের কিংবা ছেলের বিয়েতে পৌরহিত্য করুক কোনও মহিলা পুরোহিত।
শবরীর চরিত্রে ঋতাভরী ছাড়াও অন্যান্য চরিত্রে আরও যাঁরা আছেন তাঁরা হলেন সোহম।মজুমদার, সোমা ব্যানার্জি, মানসী সিনহা, শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইমন চক্রবর্তী (অতিথি)।
ছবিটি যাঁরা দেখেননি তাঁরা এবার দেখে নিন। এই পুজোয় রিলিজ করছে ছবিটি। তবে, দিনক্ষণ কিছুই জানানো হয়নি এখনও প্রযোজনা সংস্থার তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584