‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-র তালিকায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’

0
64

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

চলতি বছর ৬ মার্চ মুক্তি পায় উইন্ডোজ প্রযোজিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। ছবির কাহিনিকার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন। তিনি এই প্রথমবার ছবির চিত্রনাট্য লেখেন। একইভাবে পরিচালক অরিত্র মুখার্জিরও এটি পরিচালক হিসেবে প্রথম কাজ।

 

panorama | newsfront.co

এতদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী হিসেবে বহু কাজ করেছেন তিনি। কিন্তু এই প্রথমবার গুরুকে ব্যস্ত না করে নিজেই নিয়েছিলেন দায়িত্ব। আর প্রথমবারই বাজিমাত। তাই উইন্ডোজে বইছে খুশির হাওয়া। সবথেকে বড় কথা, কেবলমাত্র দু’টি বাংলা ছবি জায়গা করে নিয়েছে ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-র তালিকায়। প্রথমটি শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’ ও দ্বিতীয়টি অরিত্র মুখার্জির ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।

আরও পড়ুনঃ একাধিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘গল্পে মোড়া চুপকথা’

নারীদেহ কখনোই শুচি নয়। তাই পৌরোহিত্যে তাঁর কোনও অধিকার নেই। সমাজের এই প্রচলিত ধ্যানধারণাকে ভাঙে এই ছবি। সমাজের এই অহেতুক, অর্থহীন ধ্যানধারণাকে ভেঙে যেমন সংস্কৃত বিষয়ের অধ্যাপিকা নন্দিনী ভৌমিক আজ মহিলা পুরোহিত হিসেবে নিজের সুপরিচিতি গড়ে তুলেছেন।

আরও পড়ুনঃ ডিজিটালে সম্পন্ন ‘বক্সার’-এর প্রিমিয়ার, চলছে স্ট্রিমিং

ভেঙেছেন কন্যাদানের নিয়ম। তেমনি করে ছবির গল্পের নায়িকা শবরীও প্রচলিত ধ্যান ধারণাকে এক তুড়িতে উড়িয়ে নিজের দল নিয়ে পৌরহিত্য করেন কখনও বিয়েতে কখনও বা শ্রাদ্ধানুষ্ঠানে।

ছবির গল্পে অনন্যতা থাকার কারণেই এই ছবি জিতে নেয় দর্শকের মন। সম্ভবত এই কারণেই আজ ‘ইন্ডিয়ান প্যানোরমা ২০২০’র তালিকাতেও জায়গা করে নিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here