নার্ভের রোগের চিকিৎসায় পশ্চিমবঙ্গে ব্রেইন এন্ড স্পাইন ইনস্টিটিউট

0
185

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Brain and spine institute for nerve check up
নিজস্ব চিত্র

মুম্বাই এর পর এবার পশ্চিমবঙ্গের নার্ভ সংক্রান্ত রোগীদের জন্য বিশেষ চিকিৎসা নিয়ে এল নিরোজেন ব্রেইন এন্ড স্পাইন ইনস্টিটিউট।আজ মেদিনীপুরে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ইন্সটিটিউটের চিকিৎসক ডাঃ রিচা বেনসড।

Brain and spine institute for nerve check up
নিজস্ব চিত্র

এছাড়াও এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পাবলিক রিলেশন অফিসার পুশকলা সরিয়া।ডাঃ বেনসড জানান, পশ্চিমবঙ্গে বহু রোগী আছে, যারা নানান ধরনের নার্ভের অসুখে আক্রান্ত।যেমন অটিজম, সেরিব্রাল প্যালেসি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার প্রভৃতি।সেই সমস্ত রোগীরা সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠতে পারবেন সঠিক চিকিৎসার দ্বারা।

আরও পড়ুনঃ কর্মবিরতি উঠতেই এমজেএন হাসপাতালে নতুন পরিষেবার উদ্বোধন

Brain and spine institute for nerve check up
ডাঃ রিচা বেনসড।নিজস্ব চিত্র

যা বর্তমানে মুম্বাই এর এই নিউরোজেন ব্রেইন এন্ড স্পাইন ইনস্টিটিউট করে চলেছেন বিগত ১০ বছর ধরে।এপর্যন্ত পৃথিবীর ৬০ টি দেশের ৮ হাজারেরও বেশী রোগীকে সম্পূর্ণ সুস্থ্য করেছে এই ইনস্টিটিউট বলে দাবি ডাঃ বেনসডের।এই ইনস্টিটিউটের চিকিৎসার দ্বারা অনেকটাই সুস্থ্য হয়ে উঠেছেন ঝাড়গ্রামের মানিকপাড়ার ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার যুবক ২৬ বছরের সাহেব দাস।

সেই সাহেবও এদিন উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে।তিনি বলেন, ২০১৫ সালে দুর্গাপূজার অষ্টমীর দিনে ঝাড়গ্রামের খেমাশুলীতে পথ দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডে চোট লাগায় সে পুরোপুরি প্যারালাইজড হয়ে পড়ে। সেই দুর্ঘটনায় মারাও যায় তার দুই বন্ধু।

তার অবস্থাও প্রায় মৃতদের মতোই হয়ে যায়।পরিবারের একমাত্র সন্তানের এই অবস্থার পর তার চিকিৎসা করাতে গিয়েই প্রায় ৩/৪ লক্ষ টাকা খরচ হয়ে যায় তার বাবা গণেশ দাসের।কিন্তু সাহেবের মধ্যে সুস্থতার কোনো লক্ষণই দেখা যায়নি।

এরপর সাহেব খোঁজ পায় এই ইনস্টিটিউটের।অবশেষে সেই সাহেব বর্তমানে ওয়াকিং টুলস এর সাহায্যে নিজেই হাঁটতে পারে।হয়তো এই সাহেবের মতই অনেক সাহেব পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, অলিতে গলিতে হতাশ হয়ে মৃত্যু অপেক্ষায় দিন গুনছে।তাদের মধ্যেই নতুন করে বাঁচার আশা জোগানোর জন্য গড়ে উঠেছে এই ইনস্টিটউট।

ইনস্টিটিউটের পুষ্কলা ম্যাডাম জানান, যদি কোনো রোগীর আর্থিক ক্ষমতা না থাকে তাদের জন্য অতি নূন্যতম খরচে চিকিৎসা করানোর সুযোগ রেখেছে এই ইনস্টিটিউট।নার্ভ সংক্রান্ত নানা ধরনের রোগীদের জন্য আগামী ৭ ই জুলাই কোলকাতায় বিনা মূল্যে পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here