ফেস্টক্রিফ্ট সম্পাদনা করে সম্বোধিত হলেন আলিগড়ে গবেষণারত নবীন বাঙালী

0
235

কাইকুবাদ আলি, আলিগড়, ১৪ নভেম্বর:- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সর্বপ্রথম ফেস্টক্রিফ্ট সম্পাদনা করে ইংরেজী সাহিত্যে খ্যাত হলেন নবীন বাঙালী গবেষক সুজন মণ্ডল। মুর্শিদাবাদের ছেলে সুজন মণ্ডল বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে বিংশ শতাব্দীর আধুনিক ব্রিটিশ উপন্যাস নিয়ে গবেষণারত। গত ৯ই নভেম্বর ইংরেজী সাহিত্যে স্বনামধন্য সাহিত্য বিশারদ এবং কোরাণ বিশ্লেষক আব্দুর রহীম কিদবাই এর ৬০ তম জন্মবার্ষিকীতে সাহিত্যে তাঁর অবদানকে উৎসর্গ করে সুজন মণ্ডল সম্পাদিত “ব্রিজিং দ্যা ডিভাইড” (Bridging the Divide) নামের সংকলনগ্রন্থটি প্রকাশিত হয় আলিগড়ে।

(বাম দিক থেকে )ড. সীমা সাগির, ড. ফাইজা আব্বাসী, প্রফেসর মাসুদুল হাসান, প্রফেসর আব্দুল হক, প্রফেসর জিল্লুর রহমান, সুজন মণ্ডল,হারিস বিন মনসু।

উল্লেখ্য, ফেস্টক্রিফ্ট হল মনীষিদের উৎসর্গ করে সংকলিত সাম্মানিক গ্রন্থ যেখানে লেখকেরা উৎসর্গিত ব্যক্তির অবদান নিয়ে আলোচনা করে থাকেন। আব্দুর রহীম কিদবাই বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের ইউ জি সি মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রধান। তিনি ৩৭টি বই লিখেছেন যার বেশিরভাগই ইংরেজী সাহিত্যে প্রাচ্য সাহিত্য এবং সংস্কৃতির প্রভাব নিয়ে লেখা। কোরাণ ও ইসলাম নিয়ে বিশ্লেষণ করে ও কিছু বই তিনি লিখেছেন। এছাড়াও তিনি দুই শতাধিক রচনা লিখেছেন এবং বক্তব্য রেখেছেন দেশে ও বিদেশে। সুজন মণ্ডল সম্পাদিত এই সংকলনগ্রন্থটিতে আব্দুর রহীম কিদবাই-এর সাহিত্য সাধনার ব্যাখ্যায় দেশ বিদেশের বহু খ্যাতনামা লেখকদের লেখনী স্থান পেয়েছে। দেশ বিদেশের খ্যাত বিখ্যাত বিভিন্ন সাহিত্যিক ও শিক্ষাবিদেরা সুজন মণ্ডলের এই অভূতপূর্ব কৃতিত্বকে কুর্ণিশ জানিয়েছেন।
সংকলনগ্রন্থটি সম্পাদনায় সুজন মণ্ডলকে সহযোগীতা করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিভাগের শিক্ষিকা ফাইজা আব্বাসি। প্রসঙ্গত, সুজন মণ্ডল সম্প্রতি ইরাকের কারবালাস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ এ্যাণ্ড স্টাডিজ প্রতিষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তার আলোচনার বিষয় ছিল, ভারতীয় মুসলিমদের সাংস্কৃতিক নিরাপত্তা এবং স্যার সৈয়দ আহমেদ খানের উত্তরাধিকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here