সুদীপ পাল,বর্ধমানঃ
সুনীতা সিং চোকন এর নাম মনে পড়ছে? হ্যা ঠিক। ইনি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজ দুপুরে দুর্গাপুরে এলেন। না কোন চারচাকা চড়ে তিনি আসেননি। সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল যাচ্ছেন সাইকেলে।উদ্দেশ্য, সচেতনতামূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া। দুর্গাপুরে রাতটুকু বিশ্রাম নিয়ে আগামীকাল তিনি নেপালের উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগে ২০১১ সালে তিনি এভারেস্ট জয় করেন। এখন গুজরাতের সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল পর্যন্ত ৫০০০ কিমি সাইকেল অভিযান শুরু করেছেন।
দুর্গাপুরের কয়েকটি ক্লাবের পক্ষ থেকে তাঁকে যথাযথ ভাবে সম্মানিত করছে। দুর্গাপুরের গোপালমাঠের এক ছাত্রী বলেন, ওনার নাম শুনেছিলাম এখন সরাসরি দেখার সুযোগ হল। মেয়েরা যে চ্যালেঞ্জ ভয় পায় না সুনিতাদেবী তার অন্যতম উদাহরণ। ওনাকে দেখে আমাদের মনোবল বাড়ল। ভালো কাজের প্রেরণা পেলাম। দুর্গাপুরের উষ্ণ অভ্যর্থনায় খুশি এভারেস্ট জয়ী হরিয়াণার মেয়ে সুনীতাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584