পিতলের নতুন রথ এবার বর্ধমানের রথযাত্রার আর্কষণ

0
642

সুদীপ পাল,বর্ধমানঃ

দীর্ঘ একবছর ধরে নির্মাণ অবশেষে বর্ধমানবাসীর জন্য হাজির হচ্ছে ২৩ ফুটের পিতলের রথ। সম্পূর্ণ পিতলের ২৩ ফুট লম্বা এবং ১৩ ফুট চওড়া এই রথ নির্মিত হয়েছে নবদ্বীপ শহরে। রথ যাত্রার দিন ঐতিহ্য মেনে নতুন পিতলের রথ টানবেন ভক্তেরা। তবে একই সাথে লোহার পুরনো রথও টানা হবে। প্রসঙ্গত উল্লেখ্য এই লোহার রথ রাজ আমলের তৈরি। রথ রাখার জন্য রথতলায় নির্দিষ্ট ঘর রয়েছে। সেই ঘরটিকেই নতুন ভাবে সাজিয়ে সারা বছর পিতলের রথও এখানে থাকবে। একেবারে প্রথমে কাঠের রথ বর্ধমান রাজ পরিবারের দায়িত্বে থাকা কীর্তিচাঁদ রায় ১৭৩০ সালে নির্মাণ করেছিলেন। কিন্তু ঐতিহ্যবাহী কাঠের রথ বেশ কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেলে স্থানীয় মানুষের উদ্যোগে লোহার রথ তৈরি হয়েছিল। রথতলা রথযাত্রা পরিচালন সমিতির সভাপতি তথা বর্ধমান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস বলেন, ১২ লক্ষ টাকা ব্যয় করে এক বছর ধরে এই রথ নির্মাণ করা হয়েছে।

নব নির্মিত তেইশফুটের পিতলের রথ।নিজস্ব চিত্র

তবে বর্ধমান রাজবাড়ির রথের বিশেষত্ব হল এতদিন কাঠের বা পিতলের রথে জগন্নাথের বদলে বিরাজ করে এসেছেন শ্রীকৃষ্ণ। কাঠের রথে রাখা হত রাজ বাড়ির মন্দিরের লক্ষ্মী-নারায়ণ শিলা। এই বিশেষত্ব এবং নতুন রথ নিয়ে বর্ধমান অপেক্ষা করছে রথযাত্রার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here