নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক্স ফুটবলে সোনা জিতল ব্রাজিল। শনিবার ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে পরপর দু’বার ফুটবলে সোনা জেতার কৃতিত্বে অর্জন করল তারা। টোকিও অলিম্পিক্স ২০২০ উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে পরিবর্তিত খেলোয়াড় ম্যালকম জয় সূচক গোলটি করেন।
প্রথম থেকেই আক্রমণ ও প্রতি আক্রমে ম্যাচ জমে ওঠে। মাচের প্রথমার্ধে ব্রাজিল তারকা রিচার্লিসন পেনাল্টি নষ্ট করে। বিরতির আগে গোল করে ব্রাজিল এগিয়ে যায়। স্পেন দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া ওঠে। তারা বার ব্রাজিলের রক্ষণে চাপ বাড়াতে থাকে।
#BRA @CBF_Futebol have won #Gold again! #BRA
For the second Olympics in a row, Brazil are the men’s #Football champions!#StrongerTogether | #Tokyo2020 | @FIFAcom pic.twitter.com/46l0fAPwtW
— Olympics (@Olympics) August 7, 2021
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম সোনা, জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া
অবশেষে গোল শোধ করে স্পেনিসরা। নির্ধারিত সময়ে ফলাফল ১-১ গোলে শেষ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। ১০৮ মিনিটে ব্রাজিল হয়ে অনবদ্য গোলে করেন পরিবর্তিত খেলোয়ার ম্যালকম। রিওর পর টোকিও অলিম্পিক্সে সোনা জয় করে ব্রাজিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584