ব্রিগেড সভার আগে রুটি সংগ্রহ করে জনসংযোগ বাড়াচ্ছে বামেরা

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Bread collection before left front brigade
নিজস্ব চিত্র

আগামীকাল বামফ্রন্টের ডাকে ব্রিগেড।আজ থেকেই কলকাতার আনাচে কানাচে পৌঁছে গেছেন জেলার প্রত্যন্ত এলাকার সিপিএমের কর্মী সমর্থকেরা।আগামীকালের ব্রিগেডে ঘাটাল মহকুমার মানুষও সমান তালে যোগ দিতে প্রস্তুত। এলাকায় এলাকায় রাতভর চলছে তারই প্রস্তুতি।

আরও পড়ুনঃ দুর্গাপুর সভার আগে কালি পড়লো মোদির পোস্টারে

Bread collection before left front brigade 2
রুটি তৈরিতে ব্যস্ত বাড়ির মহিলারা। নিজস্ব চিত্র

দাসপুর ১ ব্লকের কলোড়া এলাকার গ্রামে গ্রামে ধরা পড়ল অন্য চিত্র।সিপিএম এর পক্ষে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রুটি সংগ্রহে ব্যস্ত। আগামীকালের ব্রিগেডে যারা যাচ্ছেন তাদের আহারের জন্যই এমন পদ্ধতি গ্রহণ করেছে দাসপুরের সিপিএম।দলের পক্ষে জানানো হল এতে করে জন সংযোগ বাড়ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here