মনিরুল হক, কোচবিহারঃ
রাতের অন্ধকারে তিনটি মাতৃযানে ভাঙচুর চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গায়। গতকাল রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। এই ঘটনায় রাতে ডিউটি করার সময় নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মাতৃ যানের চালকরা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। অভিযোগ, গতকাল রাত ১ টা ২৫ মিনিটে মাতৃযানের এক চালকের মোবাইলে রোগীকে অন্যত্র স্থানান্তর করার অজুহাতে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেই সঙ্গে তাদের মাতৃ যানে ভাঙচুর চালানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মাতৃযানের ওই চালক তৎক্ষণাৎ হাসপাতালে এসে দেখেন তিনটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয়েছে। সেই সময় হাসপাতাল চত্বর ফাঁকা ছিল। তাই কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ।
মাতৃ যানের চালকরা জানিয়েছেন, তারা সাধারণ মানুষকে পরিষেবা দেন। তাদের এই গাড়িগুলি ভাঙচুর করার ফলে সাধারণ মানুষের সমস্যা হবে। পরিষেবায় ব্যাঘাত ঘটবে। হাসপাতালের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এই ভাঙচুরের ঘটনার তথ্য তারা জোগাড় করে মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেবেন। পাশাপাশি মাথাভাঙ্গা হাসপাতালে পুলিশ পিকেট রাখার দাবি জানানো হয়েছে। কিছুদিন আগে রোগীর পরিবারের লোকজনের হাতে মাথাভাঙ্গা হাসপাতালের এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে। এবার মাতৃযানে ভাঙচুরের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584