ভেঙে পড়েছে অস্থায়ী সেতু,চলছে ঝুঁকির পারাপার

0
144

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Break down temporary bridge
ভগ্নাবস্থা। নিজস্ব চিত্র

ফণীর ছোবলে অস্থায়ী সেতু ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের আমলাশুলি ও গড়বেতা। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী।

Break down temporary bridge
ঝুঁকির পারাপার।নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ফণীর তান্ডবে ঝড় ও অতিরিক্ত বৃষ্টি হয় গোয়ালতোড়ের এই বিস্তীর্ণ  এলাকায়। জলের তোড়ে গোয়ালতোড়ের মানিকদ্বীপার বৈতল খালের উপর যে অস্থায়ী সেতু ছিল তা ভাসিয়ে নিয়ে চলে যায়। ফলে আমলাশুলি ও গড়বেতা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী।

কারন আমলাশুলি সহ ও এলাকার বিশ ত্রিশটি গ্রামের সদর বাজার গড়বেতা। এছাড়াও মানিকদ্বীপার বহু ছাত্রছাত্রী হুমগড় গড়বেতা স্কুল,কলেজ ও টিউশান পড়তে যায়।সমস্যায় পড়েছে তারাও।

আরও পড়ুনঃ নাগাড়ে বৃষ্টি,জনশূন্য ডুয়ার্স

Break down temporary bridge
পদ্ম লোচন দে,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দা পদ্মলোচন দে জানান আমরা বহুবার এ বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি,কিন্তু কোনো সুরাহা মেলেনি,এবারে আশ্বাস দিয়েছেন লোকসভা ভোটের পরেই এই এই সমস্যা দূর করবেন,যদিও পুলিশ নজরদারি না থাকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে যান চলাচল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here