নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ফণীর ছোবলে অস্থায়ী সেতু ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের আমলাশুলি ও গড়বেতা। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ফণীর তান্ডবে ঝড় ও অতিরিক্ত বৃষ্টি হয় গোয়ালতোড়ের এই বিস্তীর্ণ এলাকায়। জলের তোড়ে গোয়ালতোড়ের মানিকদ্বীপার বৈতল খালের উপর যে অস্থায়ী সেতু ছিল তা ভাসিয়ে নিয়ে চলে যায়। ফলে আমলাশুলি ও গড়বেতা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী।
কারন আমলাশুলি সহ ও এলাকার বিশ ত্রিশটি গ্রামের সদর বাজার গড়বেতা। এছাড়াও মানিকদ্বীপার বহু ছাত্রছাত্রী হুমগড় গড়বেতা স্কুল,কলেজ ও টিউশান পড়তে যায়।সমস্যায় পড়েছে তারাও।
আরও পড়ুনঃ নাগাড়ে বৃষ্টি,জনশূন্য ডুয়ার্স
এলাকার বাসিন্দা পদ্মলোচন দে জানান আমরা বহুবার এ বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি,কিন্তু কোনো সুরাহা মেলেনি,এবারে আশ্বাস দিয়েছেন লোকসভা ভোটের পরেই এই এই সমস্যা দূর করবেন,যদিও পুলিশ নজরদারি না থাকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে যান চলাচল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584