সুদীপ পাল,বর্ধমানঃ
রাস্তা সম্প্রসারণের জন্য জন্য ফুটপাতের শ’খানেক দোকান ভাঙা পড়তে পারে। তার আগেই প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানালেন ব্যবসায়ীরা।
পূর্ব বর্ধমানের বলগোনা-গুসকরা-বুদবুদ রাস্তার ভাতারের মুরাতিপুর থেকে আউসগ্রামের গোন্না পর্যন্ত চওড়া করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর।এই রাস্তাটি গুসকরা স্কুল মোড় থেকে গুসকরা স্টেশন সংলগ্ন এলাকা হয়ে শহরের ভিতর দিয়ে যাবে।
ব্যবসায়ীদের আশঙ্কা,এর ফলে প্রায় শ’খানেক দোকান ভাঙা পড়বে।যদিও পূর্ত দপ্তরের দাবি দোকানগুলির অধিকাংশই ফুটপাত দখল করে রয়েছে।ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। হঠাৎ করে দোকান ভাঙা পড়লে ছেলেমেয়েদের নিয়ে পথে বসতে হবে।সে কারণেই প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
আউসগ্রামের বিধায়ক, গুসকরা পুরসভার প্রশাসক, আউসগ্রাম ১ প্রশাসনকে দেওয়া হয়েছে এই স্মারকলিপি।
উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগে পূর্ত দপ্তর মাইকে প্রচার করে সাত দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে বলেন।
তারপর থেকেই ব্যবসায়ীরা দোকান ভেঙে পড়বে এই চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন।
যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সময় সীমা পেরিয়ে গেলেও ব্যবসায়ীরা কোন পদক্ষেপ নেননি।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় লক্ষাধিক টাকার চুরির ইলেকট্রিক সরঞ্জাম উদ্ধার,গ্রেফতার ১
ভাতার সাব ডিভিশনের সরকারি বাস্তুকার নাড়ুগোপাল দাস বলেন, সরকারি জায়গা দখল করা ব্যক্তিদের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোন ব্যবস্থা নেই। দ্বিতীয়বার প্রচারের পরেও ফুটপাত দখলমুক্ত না হলে এই সমস্ত পরিকাঠামো ভেঙে ফেলা হবে। গুসকরার বিদায়ী পুরপ্রধান বুর্ধেন্দু
রায় সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা অনুরোধ করেছেন পুরো প্রশাসনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584