নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম শহরের ১০ নং ওয়ার্ডের ঘড়াধরা পার্কের সামনে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
জানা যায়, বুধবার রাত্রি ৯ টার সময় একদল যুবক বাইকে করে এসে পার্টি অফিস লক্ষ করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছুঁড়তে থাকে।
অভিযোগ দলীয় পার্টি অফিসের ভেতরে ঢুকে চেয়ার, টেবিল ভেঙে ফেলে এবং দলীয় পতাকা ছিঁড়ে দেয়। সুরিয়া সিং নামে তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধরও করে দুষ্কৃতীরা। বর্তমানে ওই তৃণমূল কর্মী ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ কড়া নিরাপত্তাই গণনা শুরু খড়্গপুরে
তৃণমূলের অভিযোগ, এই ঘটনা বিজিপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে ।
পার্টি অফিস ভাঙচুরের ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মীরা ঝাড়গ্রাম থানায় জমায়েত হয় । তৃণমূলের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয় ।
ঝাড়গ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাহাতো বলেন , প্রায় ১৫ জন মত যুবক বাইকে করে এসে পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং আমাদের এক কর্মীকে গুরুতরভাবে মারধরও করে । এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584