মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলাতে বিজেপিতে ভাঙন অব্যহত। শনিবার রাতে নিউ কোচবিহার এলাকার বিজেপির তিনটি শ্রমিক সংগঠনের কর্মীরা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে যোগদান করেছে বলে দাবি করা হয়। এইদিন নিউ কোচবিহারে রেলওয়ে রিক্রিয়েশন হলে নবাগত কর্মীদের হাতে পতাকা তুলে দেয় তৃণমূলের যুব আন্দোলনের নেতা অভিজিৎ দে ভৌমিক। এইদিন বিজেপির রেলওয়ের হকার্স ইউনিয়ান, রেলওয়ে কণ্টাক্টার্স লেবার ইউনিয়ন ও নিউকোচবিহার অটো ইউনিয়ানের প্রায় ৫০০ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে দাবী করেন অভিজিৎ বাবু।
আরও পড়ুনঃযুব তৃণমূল আয়োজিত কর্মী সভায় বিজেপিকে স্বরাজের কটাক্ষ
তিনি বলেন,তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণের অনুমতি ক্রমে আমি নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছি। গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের বিভাজনের রাজনীতি ও সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপ দেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর অবস্থার সৃষ্টি করেছে। তাই বিজেপির সঙ্গ ত্যাগ করে শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার ও রাজ্যের উন্নয়নের জন্যই তৃণমূলের পতাকা তলে সামিল হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584