নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কুমারগ্রাম ব্লকে বৃষ্টির জলের তোড়ে ভেঙে গেল সংকোশ বাজার -পূর্বশালবাড়ি গ্রামীণ সড়ক। রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গেল পূর্বশালবাড়ি ভাঙাপাকুড়ি সহ কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবারের।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে , রবিবার রাতে সংকোশ নদী সংলগ্ন জারাগুড়ি এলাকায় বৃষ্টির জল এলাকায় বেড়ে যায় রাতের বেলা থেকেই সংকোশ বাজার – পুর্বশালবাড়ি রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছিল।
রাতের ভারি বৃষ্টিতে একটু একটু করে ভাঙতে শুরু হয় রাস্তাটি রাতের বেলায় রাস্তাটি ভেঙে যায় পাশেই সংকোশ নদী এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী জল নিকাশির জন্য এলাকায় একটি কালভার্টের ছিল তা পুরণ হয়নি।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা, পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের
একাধিকবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয় তবুও কোন সুরাহা হয়নি তাঁদের গাফিলতি জন্য চরম এই দূর্ভোগ এই নিয়েও প্রশাসনের দিকে প্রশ্ন তুলেছে গ্রামবাসী। রাস্তা ভেঙে থাকায় দুর্ভোগে পড়তে হয় হাজার সাধারণ মানুষকে প্রতিনিয়ত ১০ হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে।রাস্তাটি দ্রুত মেরামতের দাবী তুলেছেন গ্রামবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584