শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এই মুহূর্তে ব্রেস্ট ক্যান্সার একটি ভয়াবহ ব্যাধি। ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে স্কুল-কলেজের কন্যাশ্রীদের সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার কন্যাশ্রী দফতরের নিজস্ব প্রকল্প ‘প্রজেক্ট প্রজ্ঞা’র মাধ্যমে জেলা কন্যাশ্রী দফতর এবং জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে আজ ব্রেস্ট ক্যানসার সম্পর্কিত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
শিবিরটি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের নিজস্ব সভাকক্ষ বালুছায়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই শিবিরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল কলেজের কন্যাশ্রী যোদ্ধারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ পাঁচ দিনের পাহাড় সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী
শুধু কন্যাশ্রীদের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা করাই নয়, তাদের মাধ্যমে সমাজে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলাও এই শিবিরের লক্ষ্য বলে জানা গেছে।
ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ থেকে উপশম, সবকিছুই এই শিবিরে আলোচনা করা হয়। এই মারণ ব্যাধি সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে জেলা প্রশাসন তথা জেলা কন্যাশ্রী দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584