নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দুই দশকের মধ্যে এটা ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় জয় ওয়েস্ট ইন্ডিজ দলের। করোনাকে হারিয়ে যেভাবে হোল্ডাররা জিতেছে তাতে আনন্দে আত্মহারা ওয়েস্ট ইন্ডিজের দুই সর্ব কালের সেরা নায়ক।
ভিভিয়ান রিচার্ডস টুইট করে লেখেন, ‘লম্বা বিরতির পর এটা প্রথম ম্যাচ ছিল। তোমরা জেতার দাবিদার ছিলে, সেখানে তোমরা জিতে আমাদের গর্বিত করেছো। অভিনন্দন জানাই তোমাদের।‘
Great Test match victory!
Well done to @Jaseholder98 and the boys.
To the coaching and management staff great job getting the guys ready. #ENGvWI— Brian Lara (@BrianLara) July 12, 2020
আর এক প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রেন লারা বলেছিলেন হোল্ডারদের চার দিনে ম্যাচ জিততে হবে না হলে ইংল্যান্ডের সঙ্গে জেতা কঠিন হবে, হোল্ডাররা পঞ্চম দিনে চার উইকেটে ম্যাচ জিতেছে।
First game after the break belongs to us!
Some gritty performance from the lads. This team deserves the win in this game. Congratulations boys
You make us proud… 👊🏿 #ENGvWI pic.twitter.com/wYAVRGOwh6
— Sir Vivian Richards (@ivivianrichards) July 12, 2020
আরও পড়ুনঃ এবারের মোহনবাগান রত্ন গুরবক্স সিং, পলাশ নন্দী
সেই প্রসঙ্গ নিয়ে লারা টুইট করেন, ‘দারুন টেস্ট ম্যাচ জয় হোল্ডার ও তার গোটা দলকে অভিনন্দন।‘ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু ১৬ জুলাই থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584