বিয়ের কনের জন্য ফুচকার মালা ও মুকুট, আবেগে ভাসলেন নেটিজেনরা

0
197

নিউজ ফ্রন্ট,ওয়েব ডেস্কঃ

বিয়ে নিয়ে ইদানিং ‘এক্সপেরিমেন্ট’-এর শেষ নেই। সে ডেস্টিনেশন ওয়েডিং থেকে শুরু করে থিম ম্যারেজ, অভিনবত্বের যাকে বলে ছড়াছড়ি। কিন্তু সব ছাড়িয়ে এবার নতুনত্ব এল বউয়ের মুকুটে-ফুচকার মুকুট!

Bridal with Fuchka
সৌজন্যেঃ ইন্সটাগ্রাম

ফুচকা সম্ভবত দেশের জনপ্রিয়তম ‘স্ট্রিট ফুড’এর তালিকায় অন্যতম। ইদানিং বাঙালি অবাঙালি নির্বিশেষে বিয়ের আসরে দেখা যায় ফুচকার স্টল। কিন্তু ফুচকার এমন অভিনব ব্যবহার , কনের ফুচকার মুকুট , ফুচকার মালা এমনটা আগে কখনো দেখা যায়নি কখনো। এবং এই প্রজন্মের বিয়ে যখন তা স্বাভাবিক ভাবেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Viral video
ভাইরাল ভিডিয়ো, সৌজন্যেঃ ইন্সটাগ্রাম

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কনের গায়ে রয়েছে ব্রাইডাল স্বর্ণালংকার ও ট্রাডিশনাল বিয়ের পোশাক। আর ভারী ফুলের মালার বদলে পরানো হয়েছে ফুচকার মালা ও মুকুট। শুধু তাই নয়, কনের সামনে খাবারের প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে অগুনতি ফুচকা। বিয়ের রীতি মেনে কনের বসার জায়গায় পরিবারের সকল সদস্যরা এসে তাঁকে ফুচকার মুকুট মাথায় পরিয়ে দিয়েছেন, মজার ছলেই।

আরও পড়ুনঃ শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করবেন সৃজিত মুখার্জি

হাতে ফুচকার বালা, মাথায় ফুচকার মুকুট, গলায় ফুচকার মালা। এই লকডাউনের বাজারে ফুচকা দুর্লভ পাড়ার মোড়ে বা পার্কে তাই আপাতত ভিডিও দেখেই চক্ষু সার্থক নেটিজেনদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here