নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
ব্রীজের উপরের রাস্তায় ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য এলাকায়।ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি ও মহিপাল রোডের মাঝে বিশাল আকারে ফাটল দেখা দিয়েছে।আজ সকালে ঘটনাটি সবার চোখের নজর আসে এলাকার মানুষের।
জানা যায় প্রতিদিন ওই রাস্তা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ যাতায়াত করে।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলাম জানান যে সংবাদ মাধ্যমের কাছে খবর পেয়ে আমরা দেখতে এসেছি।প্রতিদিন প্রায় কুড়ি হাজার মানুষ যাতায়াত করে এই ব্রীজের রাস্তা দিয়ে,আমরা চাই ব্রীজটি অতি সত্ত্বর মেরামত করা হোক।
আরও পড়ুনঃ ওভার ব্রিজে ঘুড়ির সুতোতে গুরুতর আহত বাইক চালক
এক অটো চালক জানান,এই রাস্তায় যানবাহন নিয়ে যতায়াত করতে রীতিমতো ভয় লাগছে।যাত্রী মিনারুল ইসলাম জানান যে, আমরা বেশ কয়েকবার জানিয়েছি প্রশাসন ও দফতরে,কোনো কাজ হচ্ছেনা হেলদোল নেই প্রশাসনের। কিছুদিন আগে দুর্ঘটনা ঘটে এলাকায়।একটা গাড়ি বেঁচে গেছে,তাই আমরা চাই এই বৃষ্টি আগেই যেন অতি দ্রুত মেরামতি করা হয়।এই প্রসঙ্গে কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কাজল সরকার জানান যে নাহিট বড়গছির মধ্যে যে ব্রীজটির ফাটল দেখা দিয়ছে তা আমরা খতিয়ে দেখে মানুষের যাতে অসুবিধা না হয় তার দ্রুত মেরামতি করে তোলার ব্যবস্থা করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584