ভাঙা বাঁধ মেরামত হয়নি, টাঙ্গন নদীর জলের নিচে এলাকা

0
47

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

টাঙ্গন নদীর বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে মালদহের গাজোলের সালাইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রামে। জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধের প্রায় ৩০ ফুট অংশ।

flood | newsfront.co
নিজস্ব চিত্র

ভাঙা অংশ দিয়ে হু হু করে জল ঢুকে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। বাঁধ ভাঙার পর দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত বাঁধ মেরামতের কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। জলের নিচে চলে গিয়েছে প্রচুর পরিমাণ কৃষিজমি। প্লাবিত হয়েছে বেশকিছু বসতি এলাকা। ডুবে গিয়েছে বাড়িঘরও। বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়।

আরও পড়ুনঃ রাস্তা তৈরির দাবি গ্রামবাসীদের

বৃহস্পতিবার গভীর রাতে এই এলাকার টাঙ্গন নদীর বাঁধের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ায় মহাদেবপুর ছাড়াও প্লাবিত হয়েছে জামডাঙা, সূর্যনগর, শান্তিনগর, পোলাডাঙ্গা, কৃষ্ণনগর, ইমামনগর,গারাধুল সহ আরও বেশ কিছু এলাকা। এই এলাকার চাষের জমি চলে গিয়েছে জলের নিচে। বহু জমিতে আমন ধান চাষ করা হয়েছিল।

এছাড়াও ভুট্টার জমিও রয়েছে প্রচুর। জমিতে ছিল বিভিন্ন ধরনের শাকসবজি। সমস্ত কিছুই চলে গিয়েছে জলের তলায়। গাজোল ব্লকের সহ কৃষি অধিকর্তা বিক্রান্ত সাহা জানান, মালদহ সহ আশেপাশের এলাকায় চরম বৃষ্টিপাতের জেরে বেড়ে চলেছে নদীর জল স্তর। এদিন টাঙ্গন নদীর জলস্তর ২ মিটার বেড়েছে। বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here