আনিসুর রহমান, কোলকাতাঃ-
আজ বিকালে হঠাৎই ভেঙে পড়ল মাঝেরহাট ব্রীজের একাংশ। ইতিমধ্যে এই ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।তলা দিয়ে যেখানে রেললাইন গেছে ঠিক তার পাশে ব্রীজের একাংশ বসে যায়। ব্রীজের তলায় বেশ কিছু বাস, গাড়ি, মিনিবাস এবং মোটর সাইকেল চাপা পড়ে আছে।
ব্রিজের উপরেও সেইসময় ছিল যাত্রীবোঝাই বাস ও কিছু ট্যাক্সি ও বাইক ছিল। অনেকেই এই ভেঙে পড়া ব্রিজের তলায় চাপা পড়ে রয়েছে বলে স্হানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে, নামানো হয়েছে সেনাবাহিনীকেও।
এখনও পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি মানুষের মন থেকে যায়নি তার মধ্যেই ভেঙে পড়ল আরেকটি ব্রীজ।ঘটনায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।
(ছবি-টুইটার)
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584