স্টেশান থেকে হকার উচ্ছেদ,প্রতিরোধ আন্দোলনের বার্তা হকারদের

0
71

শ্যামল রায়,কালনাঃ

কালনা থেকে কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে থেকে হকার ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ ও গাড়িতে হকারী করা যাবে না বলে ফতোয়া জারি করে আর পি এফ।হকারদের উপর অত্যাচার শুরু হয়েছে বলেও অভিযোগ।বৃহস্পতিবার নবদ্বীপ ধাম রেলস্টেশনে বেলা বারোটা নাগাদ এক প্রতিবন্ধী হকার সহ দুজনকে রেল পুলিশ হকারি করার অপরাধে আটক করলে জনরোষ তৈরি হয়।প্রায় দেড় শতাধিক হকার ঐক্যবদ্ধ হয়ে রেল পুলিশের হাত থেকে তাদের মুক্ত করে আনে। তাদের অভিযোগ তারা গরীব মানুষ জীবন জীবিকার স্বার্থে সংসারকে বাঁচিয়ে রাখার তাগিদ নিয়েই তারা হকারি করে সংসার চালান। সেখানে রেল পুলিশ তাদের উপর যে ধরনের অত্যাচার শুরু করেছে এটা কোনোভাবেই তারা মেনে নেব না।

নিজস্ব চিত্র

তারা জানাই যে,দীর্ঘ চল্লিশ বছর ধরে এই শাখায় হকারি করে সংসার নির্বাহ করে আসছে তারা। এখন এই ধরনের নির্যাতন করলে তারা যাবে কোথায়?
বৃহস্পতিবার কালনা রেলস্টেশন থেকে সৌমেন বাগ আনন্দ শীল সাধন দেবনাথ সহ পাঁচ হকারকে আটক করে আর পি এফ এবং নয় হাজার টাকা জরিমানা করে।নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের পরিশ্রম করে উর্পাজনের টাকা পরিবারের অভাবে কাজে না লাগিয়ে সৎ ভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জনের অপরাধে দিতে হবে এ কেমন বিচার ধারা?

আর পি এফের ভারপ্রাপ্ত আধিকারিক এ রাম জানিয়েছেন যে, আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিয়ম অনুসারেই কাজ করছি।হকরাও জানিয়েছে যে,জীবন জীবিকার উপর এ ধরনের আক্রমনের বিরুদ্ধে তারাও ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here